ঢাকা অফিস ॥ বিশ্বজুড়ে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। ডেল্টা ধরনের কারণে ইউরোপ ও আফ্রিকার দেশগুলোতে নতুন ঢেউ শুরু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, সামনের সপ্তাহগুলোতে দেশটিতে প্রভাব বিস্তার করবে ডেল্টা ধরন। আর বিশ্বের ৩য় দেশ হিসেবে করোনায় ৪ লাখ প্রাণহানি ছাড়িয়েছে ভারতে। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর ভারতে করোনায় মোট মৃত্যু ৪ লাখ ছাড়ালো। এর আগে, গত ২৪ মে দেশটিতে মৃত্যু ৩ লাখ থাকলেও মাত্র ৩৮ দিনে প্রাণ হারিয়েছেন ১ লাখ মানুষ। এদিকে, টানা ১০ সপ্তাহ পর চলতি সপ্তাহে ১০ শতাংশ সংক্রমণ বাড়ায় ইউরোপজুড়ে করোনার নতুন ঢেউ শুরু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরইমধ্যে সংক্রমণ ঠেকাতে শনিবার (৩ জুলাই) থেকে বেশ কয়েকটি শহরে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল। অন্যদিকে, ডেল্টা ধরন রোধে ৫০ বছরের বেশি বয়সী নাগরিকদের টিকার ৩য় ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। আর, জার্মানিতে প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়াদের, ২য় ডোজ হিসেবে ফাইজার বা মডার্নার টিকা নেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে, আসছে সপ্তাহগুলোতে ডেল্টা ধরন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। ডেল্টার কারণে করোনার ৩য় ঢেউয়ে ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সংক্রমণের রেকর্ড দক্ষিণ কোরিয়ায়। এদিকে ভ্যাকসিন বিতরণে এগিয়ে থাকলেও ডেল্টার বিস্তারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ইসরায়েলেও। তাছাড়া একই ধরনে সংক্রমণ ৬০ শতাংশ বেড়েছে ইন্দোনেশিয়ায়।
Leave a Reply