1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

ইতালির কাছে হেরে দ্বিতীয় স্তরে ইংল্যান্ড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

 

ক্রীড়া প্রতিবেদক ॥ সর্বশেষ ইউরোর ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ইতালি। সেখানে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ইতালি জিতেছিল শিরোপা। গত রাতে সান সিরোতে ফের মুখোমুখি হয়েছিল ইতালি ও ইংল্যান্ড। উয়েফা নেশনস লিগের সেই ম্যাচে শেষ হাসি হেসেছে ইতালি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৮তম মিনিটে দুর্দান্ত গোলে ইতালিকে এগিয়ে নেন জিয়াকোমো রাসপাদোরি। নিজেদের অর্ধ থেকে লিওনার্দো বোনুচ্চির উঁচু করে বাড়ানো বল ইংল্যান্ডের ডি-বক্সের সামনে নিয়ন্ত্রণে নেন তিনি। একটু সময় নিয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে খুঁজে নেন ঠিকানা। ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি ইংলিশ গোলরক্ষক। পিছিয়ে পড়ার পর জ্যাক গ্রিলিশ ও লুক শকে নামায় ইংল্যান্ড। আক্রমণে ধার বাড়ে সফরকারীদের। ৭৭তম মিনিটে বাঁ দিক থেকে হ্যারি কেইনের শট ঝাঁপিয়ে ফেরানোর পর ফিরতি শটও ব্যর্থ করে দেন ডোনারুম্মা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। এই পরাজয়ের ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা পাঁচ ম্যাচ জয়হীন রইল ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপজয়ীরা সর্বশেষ এমন বাজে সময়ের মধ্যে গেছে ৩০ বছর আগে, ১৯৯২ সালে। এই হারে নেশনস লিগের দ্বিতীয় স্তরে নেমে গেল ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com