ক্রীড়া প্রতিবেদক ॥ এমনি এমনিই তো তাকে টি-টোয়েন্টির ‘ইউনিভার্স বস’ বলা হয় না। ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে তিনি যে সব কীর্তি গড়েছেন, তার ধারেকাছে কেউ নেই। মঙ্গলবার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ক্রিস গেইল প্রথম ক্রিকেটার হিসেবে ১৪,০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ‘ইউনিভার্স বস’ এই কৃতিত্ব অর্জন করেছেন। তার ৭ ছক্কার বিধ্বংসী ইনিংসেই ক্যারিবিয়ান ব্রিগেড ৬ উইকেটের সহজ জয় তুলে নেয়। ৪১ বছর ২৯৫ দিন বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার ১৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩৮ বলে ৬৭ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের ডারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ক্রিস গেইল কার্যত ব্যাটিং ঝড় তুলেছিলেন। তিনি ৭টি ছক্কা এবং ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এমন একটা বিধ্বংসী ইনিংস খেলার পর গেইল বলেন, ‘আপনারা সবাই জানেন, ব্যাট হাতে আমাকে সম্প্রতি যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে। এবার রান পেয়ে কিছুটা স্বস্তি লাগছে।’ ২০১৬ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে হাফসেঞ্চুরি করলেন ক্রিস গেইল। তিনিই এখন টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক। ১০ হাজার ৮৩৬ রান নিয়ে অনেক পেছনে থেকে দুইয়ে আছেন তার ক্যারিবিয়ান সতীর্থ কাইরন পোলার্ড। গেইল আরও যোগ করেন, ‘এটা একটা অসাধারণ যাত্রা। তবে আমি খুব খুশি। এই সিরিজটা জিততে পেরে খুব ভালো লাগছে। আমি দলের অধিনায়ক নিকোলাস পুরানকে এমন একটা সিরিজ জয়ের শুভেচ্ছা জানাতে চাই।’
You cannot copy content of this page
Leave a Reply