ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার সকালে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা মিলনায়তনে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে “ টেগর এন্ড হিস লিগ্যাসি ইন দ্যা আরব ওয়াল্ড” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল মোত্তালিব এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক সেমিনার আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসন। সেমিনারে কি-নোট উপস্থাপক ছিলেন কলকাতা বিশ^বিদ্যালয়ের আরবী এন্ড পারসিয়ান বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. এম ইসরাত আলী মোল্লা। এছাড়া আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড. হাবিবুর রহমান (রহমান হাবিব), প্রফেসর ড. মাহফুজুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর ড. মোস্তাক আলী, প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, প্রফেসর ড. মোঃ কামরুল হাসান, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সেমিনারে বক্তারা বিশ^কবি রবীন্দ্র নাথ ঠাকুরের কর্ম ও দর্শনের উপর আলোকপাত করেন। সেমিনারটি উপস্থাপনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ.কে.এম শামসুল হক ছিদ্দিকী। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply