ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রশাসনভবনের তৃতীয়তলার সভাকক্ষে বুধবার সকালে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০৩০-২০২৪ এর অংশ হিসাবে পরিবহন অফিসের গাড়ীচালকবৃন্দ এবং বিভিন্ন অফিস ও বিভাগের সহায়ক কর্মচারীদের সমন্বয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার(ভারঃ) এইচ. এম আলী হাসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ও বিশ^বিদ্যালয়ের এপিএ টিমের আহবায়ক প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক সময়ে নিষ্ঠার সাথে প্রতিপালন করাই শুদ্ধাচার। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত প্রশিক্ষার্ণীদের উদ্যোশে বলেন কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ববোধ নিজেকে ভালোবাসা, পরিবারকে ভালোবাসা পাশাপাশি বিশ^বিদ্যালয়কে ভালোবাসার মধ্যে দিয়েই পরিবার, সমাজ ও বিশ^বিদ্যালয় উপকৃত হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আমরা আজ এখান থেকে যা শিখলাম তা আমাদের কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারঃ) এইচ. এম আলী হাসান। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার(প্রশাসন) ও এপিএ টিমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা চন্দন কুমার দাস ও বি.আর.টি.এ কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ আতিকুল আলম। সংবাদ বিজ্ঞপ্তি