ইবি প্রতিনিধি ॥ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত সাক্ষরতা অভিযান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়। ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ উপলক্ষে নিরক্ষর ব্যক্তি ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়। শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ ও শাখা সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ডাইনিং, বিভিন্ন স্থানে কর্মক্ষম ও নিরক্ষর ব্যক্তিদের সাক্ষরতা শিখন ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও উক্ত দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে, নিরক্ষরদের অক্ষরজ্ঞান প্রদানে শিক্ষিত সমাজকে উদ্বুদ্ধকরণ, বয়স্কদের মাঝে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা, পোস্টারিং ও দেয়াল লিখন উল্লেখযোগ্য। এ সম্পর্কে সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে সাক্ষরতার হার শতভাগ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সরকারের এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিশু, নারী, কিশোর, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের মাঝে সাক্ষরতার হার বৃদ্ধিকল্পে আমাদের সাক্ষরতা অভিযান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির এই আয়োজন। সাক্ষরতা অর্জন ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পাশাপাশি ক্ষুধা-দারিদ্র্য ও নিরক্ষর মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের লেখনির বিষয়ে আগ্রহী তৈরিতে ভূমিকা রেখে আসছে। বিভিন্ন কর্মশালা, হাতে কলমে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি আয়োজন করে থাকে। সংগঠনটি ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর তিনবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয়।
You cannot copy content of this page
Leave a Reply