ইবি প্রতিনিধি \ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী দুই বছরের জন্য নতুন সাত সিন্ডিকেট সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল (০৫ মে) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ১৯(১) (ঘ), ১৯ (১) (ঙ), ১৯ (১) (চ), ১৯ (১) (ঝ) এবং ১৯ (২) ধারা অনুযায়ী সিন্ডিকেট সদস্যদের মনোনয়ন করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন- পাবনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আনছারুল¬াহ, বাগেরহাটের দিগরাজ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও অর্থনীতি বিভাগের প্রভাষক মিথিলা তানজীল। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এবং ঢাকার লালমাটিয়া হাউজিং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আকমল হোসেন।
You cannot copy content of this page
Leave a Reply