ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী গায়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দ্বিতীয় প্রশাসন এর নির্মানাধীন ভবনে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম ওবায়দুল ইসলাম (৪০)। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রুপপূর গ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেগা প্রজেক্টের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের কাজ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাবশত নির্মাণ সামগ্রী ওবায়দুলের গায়ের উপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়। এম্বুলেন্সে নেওয়ার সময় পথেই সে মৃত্যু বরণ করে। এ বিষয়ে ওই ভবনের দায়িত্বশীল প্রকৌশল মামুন বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। বিষয়টি শুনেছি। সম্ভবত পাইলিং এর ওয়্যার ছিড়ে তার গায়ে পড়ে আহত হয়েছিলো ওই শ্রমিক। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান, আমি শোনার পরপরই তাকে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলেছি। কিন্তু পথেই সে মারা গেছে। কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হবে।
You cannot copy content of this page
Leave a Reply