ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত অভিযোগ কমিটির বিশ^বিদ্যালয়ের তিনটি ছাত্রী হলে যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযানের অংশ হিসেবে ৩০ মে রাতে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন, সহকারী প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। হলের আবাসিক শিক্ষক মোছাঃ শামীমা নাসরীন স্বাগত বক্তব্য প্রদান করেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন উপ- রেজিস্ট্রার (প্রশাসন-১) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা (এপিএ) ড. মোঃ নওয়াব আলী। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা কী-কীভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন এবং এমন অনাকাঙ্খিত অবস্থায় পড়লে কীভাবে অভিযোগ কমিটির কাছে অভিযোগ উত্থাপন করা যাবে, আলোচনা এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এসব বিষয়ে হলের ছাত্রীদের সচেতন এবং অবগত করা হয়। সভাটি সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য-সচিব উপ- রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেন খান। বিশ^বিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং হলের ছাত্রীবৃন্দ আলোচনাসভায় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply