ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের ২০২১ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর। ওই দিন বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর সাড়ে ১২ টা থেকে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আহবায়ক প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর খসড়া ও ৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে গত ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মনোয়ননপত্র গ্রহণ করে কমিশন। পরে গত ১৩ নভেম্বর মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করে তারা। এতে মোট ৩১ জন শিক্ষক মনোনয়নপত্র সংগ্রহ করে। এর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করায় ৩০ শিক্ষক মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। মনোনীতরা হলেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, ফোরামের বর্তমান সভাপতি প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু পরিষদের (কেন্দ্র ঘোষিত) ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, সাবেক প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, দেশরতœ শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শেলীনা নাসরিন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. গৌতম কুমার দাস।
এছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মনিরুজ্জামান, প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. আতিকুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. মেহের আলী, আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, সহযোগী অধ্যাপক আনিচুর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল হক, প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ইব্রাহীম আবদুল্লাহ। অর্থনীতি বিভাগের প্রফেসর ড. দেবাশীষ শর্মা, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ধনঞ্জয় কুমার, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিরিনা খাতুন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মাসুদ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক এ.এইচ.এম নাহিদ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।
এদিকে তিন সদস্যের এই নির্বাচন কমিশনের আহবায়ক হিসেবে রয়েছেন বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ। অন্য দুই সদস্য হলেন- ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং আইসিটি সেলের পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া।
নির্বাচনের বিষয়ে প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ বলেন, ‘আমরা নির্বাচনের সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
You cannot copy content of this page
Leave a Reply