অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ’র আত্মার মাগফিরাত কামনায় গতকাল (৭ মে) অনলাইনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে দুপুর ২টা ৩০মিনিটে শুরু এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল মুঈদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল হান্নান শেখ, অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ নজিবুল হক, অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাঃ আব্দুর রহমান আনওয়ারী, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ অংশ নেন। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ একজন পরিশীলিত, নিবেদিত, আলোকিত শিক্ষক হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করেছিলেন। জানার জায়গাটিতে তার কমিটমেন্ট ছিলো বলেই একজন ভালো শিক্ষক হিসাবে সবাই তাঁকে জানেন। তিনি উন্নত স্বভাব-চরিত্রের অধিকারী ভালো মানুষ ছিলেন। উনি জান্নাতবাসী হোন, এই প্রার্থনা করি। বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ সবার সাথে হাসিমুখে কথা বলতেন। তাঁর মৃত্যুতে আমরা অত্যন্ত সজ্জন, মেধাবী শিক্ষক হারালাম। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। সবশেষে অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহসহ ইসলামী বিশ^বিদ্যালয় পরিবারের মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত এবং করোনা মহামারি থেকে মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান মোনাজাত পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply