করোনা পরিস্থিতি বিবেচনা করে ঈদুল আযহার এক সপ্তাহ পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে মর্মে বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, অনলাইনে নাকি স্বশরীরে পরীক্ষা হবে তা বিভাগগুলোর একাডেমিক কমিটি স্থির করবে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অগ্রাধিকারের ভিত্তিতে বিভাগগুলো পরীক্ষা নেবে। কোনো বিভাগ একইসময়ে একাধিক ব্যাচের পরীক্ষা নিতে পারবে না। পরীক্ষা শুরুর আগে প্রশাসনকে অবগত করতে হবে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১২০তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ৪ জনকে পিএইচ.ডি এবং ৩ জনকে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয়। ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানসহ ডিন, সভাপতি ও অধ্যাপকবৃন্দ স্বশরীরে এবং ভার্চুয়ালি একাডেমিক কাউন্সিলের এ সভায় অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply