ঈশ্বরদী প্রতিনিধি ॥ বিনা উদ্ভাবিত তেল জাতীয় ফসলের জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ গতকাল সোমবার ঈশ্বরদী বিনা উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের হলরূমে এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল হোসেন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের অফিসার ইনচার্জ কৃষিবিদ মোহাম্মদ মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক ড. আব্দুর মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের, বিনার উপ-প্রকল্প সমন্বয়ক ড. রেজা মোহাম্মদ ইমন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মালেক। স্বাগত বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা খান জাহান আলী। সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুন নাহার। পাবনা ও নাটোর জেলার ৭৫ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। কর্মশালায় বক্তারা বলেন, প্রতি বছর বিদেশ হতে ২৪ হাজার ৮’শ কোটি টাকার তেল আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে। আমদানিকৃত তেল স্বাস্থ্যসম্মত নয়। দেশে যদি সরিষা, তিল, সূর্য্যমূখি, চিনাবাদাম ও নারিকেলসহ বিভিন্ন তেলজাত ফসল পরিকল্পিতভাবে উৎপাদন করা যায় তাহলে বৈদেশিক মুদ্রার অপচয় কমে যাওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত তেল দেশের মানুষ ভোগ করতে পারবে।
You cannot copy content of this page
Leave a Reply