ঢাকা অফিস ॥ প্রাকৃতিক দুর্যোগকবলিত উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নে আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। গতকাল শুক্রবার ঘূর্ণিঝড় আম্পানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত ওয়েবিনারে এ দাবি জানানো হয়। ওয়েবিনারে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। ওয়েবিনারে বক্তারা বলেন, আইলা, আম্পান, ফনি, বুলবুল, সিডরসহ নানা প্রাকৃতিক দুর্যোগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জর্জরিত। এসব দুর্যোগ ছাড়াও সাতক্ষীরা-খুলনার মানুষ সারাবছর বেড়িবাঁধ ভাঙন ও জলাবদ্ধতা সমস্যা মোকাবিলা করে। কিন্তু এ সমস্যা সমাধানে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না। ফলে মানুষ তার সারাজীবনের কষ্ঠার্জিত সহায় সম্পদ হারিয়ে প্রতিবছর অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। ওয়েবিনারে বক্তারা প্রাকৃতিক দুর্যোগকবলিত উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান। ওয়েবিনারে বক্তব্য দেন- রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, জেলা গণফোরামের সম্পাদক আলী নুর খান বাবলু, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, আইডিয়ালের ডা. নজরুল ইসলাম, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, উত্তরণের মনিরুজ্জামান জোয়াদ্দার, অ্যাড. মুনির উদ্দিন, সুশীলনের মনির হোসেন, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার ম-ল, উন্নয়ন কর্মী শামীম আরেফিন, আমজাদ হোসেন, মরিয়ম মান্নান, আল মাহামুদ বিল্লা, আবু তালেব মোল্লা, ইয়ারুল ইসলাম প্রমুখ। ওয়েবিনার পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির সদস্য নিত্যানন্দ সরকার।
You cannot copy content of this page
Leave a Reply