ঢাকা অফিস ॥ করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের উচ্চমাধ্যমিকশিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফরম পূরণের কার্যক্রমের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এর আগে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ২৯ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণের নির্দেশনা দিয়েছিল ঢাকা বোর্ড। তার দুই দিনের মাথায় তা স্থগিতের সিদ্ধান্ত এল। মহামারীর কারণে গতবছরের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ বন্ধ। কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করেছিল সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান এখনও খুলতে না পারলেও এবার পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা বলে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য সংক্ষিপ্ত সিলেবাসও প্রকাশ করা হয়। তবে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় পরীক্ষা আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিতে পারেনি সরকার। শিক্ষামন্ত্রী সম্প্রতি বলেছেন, এ বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নিতে চান তারা।
You cannot copy content of this page
Leave a Reply