1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

এই সরকার পুরোপুরিভাবে আমলাতান্ত্রিক – ফখরুল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

ঢাকা অফিস ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এটা পুরোপুরিভাবে একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই নীতি নির্ধারণ করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, বর্তমান সরকার ফযাসিস্ট সরকার। এদের নির্ভর করতে হয় আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলে সাংবাদিকদের সঙ্গে এমন অবস্থা সৃষ্টি হতো না। তিনি আরও বলেন, সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা করা উপ-সচিবসহ ৬ জনের বদলির বিষয়ে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদলি করাটা কোনো সমাধান নয়, তাৎক্ষণিকভাবে তাদের বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করার প্রয়োজন ছিল। সেই সঙ্গে তাদের কারাগারে নেওয়ার দরকার ছিল। মূলত সাংবাদিকরা যেন চুরি দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে না পারে সেজন্যই এ ঘটনার অবতারণা করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, দেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু করা ছাড়া অন্য কোনো পথ নেই তাদের। এ সরকার দমন, নির্যাতন, সাংবাদিক দলন ও মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা আইনজীবী সমিতির নবনিরবাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা বিএনপির অর্থ বিষয়ক স¤পাদক শরিফুল ইসলাম শরিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিম, মহিলা দলের সভান্ত্রেী ফোরাতুন্ন নাহার প্যারিসসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com