নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ক্রমশ থাবা বিস্তার করছে মরণ ভাইরাস করোনা। একইসঙ্গে পরীক্ষার বিপরীতে বাড়ছে সংক্রমণের হার। গতকাল বুধবার জেলায় চলতি বছরের সর্বোচ্চ অর্থাৎ ৭৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন মারা গেছে ২ জন রোগী। তবে জেলায় করোনার এমন এমন বাড়বাড়ন্ত অবস্থা হলেও লকডাউন দেয়ার ব্যাপারে প্রশাসন এখনো নির্বিকার। প্রশাসন নানা বিধি-নিষেধ আরোপের চেষ্টা করলেও প্রকৃতপক্ষে মাঠ পর্যায়ে সেটা খুব একটা কার্যকর হচ্ছে না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে গতকাল বুধবার মোট ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৩টি নমুনা পজিটিভ হয়। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ৩৫.০৯ শতাংশ যা গত মঙ্গলবার ছিল ৩৩.৫০। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, মিরপুর উপজেলায় ১৭ জন, কুমারখালী উপজেলায় ১১ জন, দৌলতপুরে ৬ জন ও ভেড়ামারা উপজেলায় ৭জন রোগী শনাক্ত হয়েছে। এদিন আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন দুজন। এর মধ্যে একজন কুষ্টিয়া সদরের এবং অপরজন মিরপুর উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩৯৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭৬৪ জন মানুষ। এখন পর্যন্ত মারা গেছেন ১২২ জন। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন মহল থেকে জেলায় কঠোর লকডাউন কার্যকরের সুপারিশ করা হলেও প্রশাসন এখনো বিধি নিষেধ কার্যকর করে সংক্রমণ ঠেকানোর চেষ্টা করে চলেছে। তবে মাঠ পর্যায়ে সেভাবে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখাও যাচ্ছে না। এখনই করোনার রাশ টানতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
Leave a Reply