নিজ সংবাদ ॥ নতুন ধারার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছেন সাতক্ষীরা থানার নবাগত অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার ষ্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম মন্টুকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেছেন, সবার সহযোগিতা নিয়ে সাতক্ষীরা থানাকে একটি রোল মডেল থানা হিসাবে গড়ে তুলতে চাই। থানা হবে মানুষের শেষ ভরসার জায়গা।মানুষ বিপদে পড়ে থানায় আসে।তাই থানাকে সেবা মুলক কাজের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই। ওসি জিহাদ খান আরো বলেন,আমার দরজা সকলের জন্য খোলা থাকবে।আমার কাছে আসতে হলে কোন দালাল ধরা লাগবেনা। থানায় সেবা নিতে আসা মানুষেরা যেনো সর্বোচ্চ সেবা পান আমি সেটির ব্যবস্থা করবো। থানায় জিডি করতে আসলে, মামলা করতে আসলে কোন টাকা লাগবেনা। বিনামূল্যেই পুলিশি সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দৈনিক আন্দোলনের বাজার পত্রিকাকে সাক্ষাৎকারে সদা বিনয়ী ওসি জিহাদ খান বলেন,আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। পুলিশ এখন জনবান্ধব পুলিশ। জনগনের সাথে পুলিশের কোন দুরত্ব থাকবেনা। পুলিশ কোনো নিরিহ মানুষ কে মিথ্যে হয়রানী করবেনা। পুলিশকে বিপদের বন্ধু মনে করে থানায় আসতে হবে। যে কোন সমস্যায় সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার কে জানাতে হবে। সেখানে কাজ না হলে আপনারা সোজা আমার কাছে চলে আসবেন নির্ভিঘ্নে। আমি জনগণ কে কাঙ্খিত সেবা নিশ্চিত করবো কথা দিলাম। প্রথমে কি কি কাজ করবেন এমন প্রশ্নে ওসি জিহাদ খান বলেন,পৌর সভা সহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে মাদক -জঙ্গীবাদ-ইভটিজিং জুয়া-কিশোর গ্যাং -অজ্ঞান পাটি/মলমপাটি-চুরি/ডাকাতি,বাল?্যবিবাহ সহ সকল ধরনের অপরাধ ঠেকাতে জিরো টলারেন্স নিয়ে কাজ করবে সাতক্ষীরা থানা পুলিশ। তিনি বলেন, সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা থানাকে আমি একটি রোল মডেল থানা হিসাবে গড়ে তুলতে চাই। সে কারনে আমি জেলার জন প্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করছি। আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
You cannot copy content of this page
Leave a Reply