ঢাকা অফিস ॥ নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম মহামারি করোনাভাইরাসের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নন। এজন্য গতকাল বুধবার নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা বিষয়ে কমিশন বৈঠকে তিনি বিপক্ষে মত প্রকাশ করেছেন। তবে বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২১ জুন স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। স্থগিত হওয়া সব নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ ঘোষণার পর সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় কমিশনার রফিকুল ইসলাম নিজের অবস্থান জানান। ইসি রফিকুল ইসলাম বলেন, আমার মতামত ছিল এখন ভোট না দেয়ার ব্যাপারে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য যে ভোট প্রয়োজন, সেটাতে আমি মত দিয়েছি। অন্যগুলোর ক্ষেত্রে আমি বিপক্ষে অবস্থান নিয়েছি। তবে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনাররা পক্ষে অবস্থান নেয়ায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। করোনার মধ্যে ২০২০ সালে ভোটগ্রহণের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ নেয়া হয়েছিল, এবার পরামর্শ নেয়া হযেছে কি-নাÑএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরামর্শ নেয়ার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার এবং সংসদ সচিবালয়ের ওঁরা দেখেন। সেটা আমি জানি না। আমার ব্যক্তিগত মত হচ্ছেÑলকডাউনের মধ্যে নির্বাচন করতে গিয়ে সংক্রমণ বাড়িয়ে দেয়াটা ঠিক হবে না।
You cannot copy content of this page
Leave a Reply