ক্রীড়া প্রতিবেদক ॥ করোনাভাইরাস স্পেনকে করে দিয়েছে দারুণ এক সুযোগ। নেদারল্যান্ডসের পর ইউরোপের মূল ভূখন্ডের দ্বিতীয় দেশ হিসেবে ছেলেদের ওয়ানডে আয়োজন করতে যাচ্ছে দেশটি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি সোমবার নিশ্চিত করেছে, তিনটি ইভেন্ট আয়োজন করা হবে স্পেনে। যেখানে বিশ্বকাপ লিগ-২ এর স্কটল্যান্ড, নামিবিয়া ও নেপালের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ রয়েছে। ছয় ম্যাচের সিরিজটি স্পেনের আলমেরিয়ার ডেজার্ট স্প্রিং গ্রাউন্ডে হবে। আগামী ২০ জুলাই শুরু হয়ে শেষ হবে ৩০ জুলাই। আর ইউরোপিয়ান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব হবে আগামী ২৬ থেকে ৩০ অগাস্ট। এরপর ইউরোপিয়ান পুরুষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব হবে ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর। দুটি আসরই বসবে স্পেনের লা মাঙ্গায়। মূলত, যুক্তরাজ্যে কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে স্কটল্যান্ড থেকে সরিয়ে স্পেনে এই ইভেন্ট তিনটি এনেছে আইসিসি। স্পেন ক্রিকেটের প্রধান নির্বাহী জন হাওডেন জানান, আইসিসির এই তিনটি ইভেন্ট আয়োজন করতে পেরে বেশ উৎফুল্ল তারা।
You cannot copy content of this page
Leave a Reply