ঢাকা অফিস ॥ গত সপ্তাহে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রশংসা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নির্বাচনে গণতন্ত্রের তুলনায় চীনের একদলীয় ব্যবস্থাকে সমাজের জন্য আরও উন্নত মডেল হিসেবে অভিহিত করেছিলেন। এবার এই মন্তব্যের জন্য ইমরানের খানের প্রশংসা করেছে চীন। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাইনিজ খবর মাধ্যমের একদল প্রতিনিধি ইসলামাবাদ সফর করেন। তাদের সঙ্গে সাক্ষাৎকারে ইমরান খান এ মন্তব্য করেন। সোমবার এক ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ইমরান খানের মন্তব্যের বিষয়ে বলেছেন, তার মন্তব্যগুলো প্রশংসনীয়। খবর পাকিস্তান টুডের ওয়েনবিন বলেন, আমি প্রাসঙ্গিক প্রতিবেদন লক্ষ্য করেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সিপিসি একটি অনন্য মডেল খুঁজে পেয়েছে এবং নিজস্ব উপায়ে চীনা সমাজের জন্য প্রচুর পরিবর্তন এনেছে। আমরা তার এই মন্তব্যগুলোর প্রশংসা করি।
You cannot copy content of this page
Leave a Reply