ঢাকা অফি ॥ ঈদ মানেই হাসির নাটক। আর কোরবানির ঈদে সেখানে যুক্ত হয় গরু কাহিনি। পরিবারের সদস্যদের সঙ্গে গরুর নানাধরনের রসাত্মক গল্প ফুটে ওঠে। তবে সেখানে কসাইয়ের উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। এবার চোখে পড়বে। পড়তে অনেকটাই বাধ্য করবেন জুম্মন কসাই ওরফে অভিনেতা ফারুক আহমেদ। ঈদের জন্য নির্মিত মজার নাটক ‘হাম্বা ডট কম’-এ ভিন্ন রকমের এক গেটআপে হাজির হচ্ছে এই শিল্পী। দাঁতহীন ও মোটা ভ্রুর সঙ্গে পরচুলাতে অন্য এক রূপে সামনে আসছেন তিনি। যার হাতে আছে বলিউড তারকা সালমান খানের বিখ্যাত ব্রেসলেটও! নাটকটির পরিচালক মীর সাব্বির বলেন, ‘ঈদের জন্য জুম্মন কসাই এভাবেই আসছে। এটি বিটিভির জন্য তৈরি হচ্ছে।’ জানা যায়, হাসির এ নাটকে অনলাইনে গরু বিক্রি ও বর্তমান পরিস্থিতি উঠে আসবে। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন মীর সাব্বির।
You cannot copy content of this page
Leave a Reply