দৌলতপুর প্রতিনিধি ॥ এসএসসি-‘৮৮ দৌলতপুর, কুষ্টিয়া এর যাত্রা শুরু হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর সরকারী পাইলট হাইস্কুল শিক্ষক মিলনয়তনে দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৮৮ সালে এসএসসি পাশ করা সুধীজনের অংশগ্রহণে এসএসসি-‘৮৮ দৌলতপুর, কুষ্টিয়া এর অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীরের সভাপতিত্বে এসএসসি-‘৮৮ দৌলতপুর, কুষ্টিয়া’র গঠিত আহ্বায়ক কমিটির উপদেষ্টা পরিষদের রয়েছেন- দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মেহের আলী, মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর, প্রকৌশলী সুলতান সালাউদ্দিন বুলবুল ও ভেড়ামারা সরকারী মহিলা কলেজের প্রভাষক আরশেদ আলী। দৌলতপুর সরকারী পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক তোবারক হোসেনকে আহ্বায়ক, সরকারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আযম বিকো ও ব্যবসায়ী জাহিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং দৌলতপুর গার্লস কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বাবুলকে সদস্য সচিব করে আহ্বায়াক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামীতে এসএসসি-‘৮৮ দৌলতপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নিয়ে অগ্রযাত্রায় অংশীদার হবে।