১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কুষ্টিয়ায় খেলাফত মজলিস শহর শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর থানাপাড়া মজলিস অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ক্বারী বেনজির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল হক। বিশষ অতিথি ছিলেন ইবি শিক্ষক ড. গোলাম মহিউদ্দিন, কেন্দ্রিয় ছাত্র মজলিস নেতা রায়হান আলী, অধ্যাপক আজিজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন- বদর যুদ্ধের সফলতা হচ্ছে, ইসলামের ঐতিহাসিক বিজয়, মুসলমানদের ইমানের পরিপক্বতা অর্জন, আত্মবিশ্বাসের সৃষ্টি, বিশ্ব বিজয়ের সূচনা, সর্বোত্তম ইতিহাস সৃষ্টি, প্রথম সামরিক বিজয়, কুরাইশদের শক্তি খর্ব, ইসলামী রাষ্ট্রের পত্তন, নবযুগের সূচনা, চুড়ান্ত ভাগ্য নির্ধারক যুদ্ধ, রাজনৈতিক ক্ষমতার ভিত্তি স্থাপন, জিহাদের অনুপ্রেরণা, আল্লাহর ওপর প্রগাঢ় আস্থা অর্জন, ইসলাম ও মহানবী (সা.)-এর প্রতিষ্ঠা, এবং মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলার গায়েবি সাহায্যের জ্বলন্ত প্রমাণ। বক্তারা আরো বলেন, বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ জিহাদ। বিশ্বসভ্যতার মোড় ঘুরে যায় এ থেকে। বদরের প্রান্তর থেকে ইসলামের বিজয় ধারা সূচিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply