1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

ঐতিহ্যবাহী ‘প্রাণের কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন হাসিবুর রহমান রিজু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ফেসবুক গ্র“প ‘প্রাণের কুষ্টিয়া’ আমরা ২০১৭ সালের ২০ আগষ্ট থেকে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে এই গ্র“পের ১ লক্ষ ২৫ হাজার এর অধিক সদস্য রয়েছে। শুরু থেকে গ্র“পের উন্নয়নে দিক নির্দেশনা দিয়ে এসেছে এস কে মিডিয়ার চেয়ারম্যান হাসিবুর রহমান রিজু। গতকাল শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় এসকে মিডিয়ার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রাণের কুষ্টিয়া গ্র“পের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাসিবুর রহমান রিজু। এ সময় প্রাণের কুষ্টিয়া গ্র“পের এডমিনগণ ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানোর পরে প্রাণের কুষ্টিয়া ফটো কনটেস্ট ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রানের কুষ্টিয়া গ্র“পের প্রধান উপদেষ্টা ও এস কে মিডিয়ার চেয়ারম্যান হাসিবুর রহমান রিজু ফটো কন্টেস্টের বাছাইকৃত শ্রেষ্ঠ ৫ জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। প্রাণের কুষ্টিয়া গ্র“পের এডমিন মেহেদী হাসান, শিমুল পারভেজ ও জীবন বিশ্বাস বলেন- আমরা কুষ্টিয়া  জেলার ঐতিহ্য, সংস্কৃতি, ঐতিহ্যবাহী স্থান,  সকল  সর্বশেষ সংবাদ, রক্ত যোগানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছি। আজ আমরা খুবই আনন্দিত  যে আমাদের গ্র“পের প্রধান উপদেষ্টা হিসেবে হাসিবুর রহমান রিজু ভাইয়ের মতো একজন ব্যক্তিকে পেয়েছে। আমরা সর্বক্ষণ আমাদের প্রধান উপদেষ্টার দেওয়া দিক নির্দেশনা  মেনে প্রাণের কুষ্টিয়াকে নিয়ে যাব আরো বহুদূর। আজ থেকে এস কে মিডিয়া এবং প্রাণের কুষ্টিয়া গ্র“প একত্রিতভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করবে। আমরা আশা করি রিজু ভাই এর দিক নির্দেশনা আমাদের প্রাণের কুষ্টিয়া গ্র“প এগিয়ে যাবে বহুদূর। সংবাদ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com