ক্রীড়া প্রতিবেদক ॥ বাংলাদেশ সময় ১৪ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার। অনেক কাঠখড় পুড়িয়ে শুরু হতে যাওয়া লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসরের এবারের আয়োজক ব্রাজিল। স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়েই শুরুর ঘণ্টা বাজবে কোপার। প্রতিপক্ষ ভেনেজুয়েলা। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য অনেক বেশি হওয়ায় কোপা আমেরিকার সব খেলা হয় গভীর রাতে, না হয় ভোরে। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা যে টুর্নামেন্টের অংশ, সেটি উপভোগ করতে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা সময়ের ব্যবধান ঘুচিয়ে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন। লাতিন ফুটবলের উন্মাদনায় গা ভাসিয়ে দেওয়ার আগে কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি সঙ্গে থাকলে উৎসব হবে আরও রঙিন।