“বাল্য বিবাহকে না বলুন” এ প্রতিপাদ্য নিয়ে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, কুষ্টিয়া (ডিপিএফ) এর উদ্যোগে কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর সাথে ভিডিও চিত্র প্রদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের অংশিদারীত্বে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বৃটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম(ডিপিএফ), কুষ্টিয়া কর্তৃক গতকাল মঙ্গলবার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিপিএফ’র সহ-সভাপতি হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন জিয়ারখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী। আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম কুষ্টিয়ার সদস্য শফিকুল ইসলাম। আলোচনা সভার শেষে শিক্ষার্থীদেরকে ২৫ মিনিটের একটি বাল্য বিবাহ বিরোধী নাটিকা প্রদর্শন করা হয় মাল্টিমিডিয়ার মাধ্যমে সার্বিক সহযোগিতায় ছিলেন পিফরডি প্রকল্পের কুষ্টিয়া ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মো: রেজবিউল কবির। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply