ঢাকা অফিস ॥ আগের দিন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণ নিয়ে মারা গেছেন ৭৭ জন। একইসঙ্গে আগের দিনের তুলনায় ৮ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা কম হওয়ায় কমেছে সংক্রমণ শনাক্তের পরিমাণ। আগের দিন ৫ হাজার ৮৬৯টি সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই পরিমাণ ছিল ৪ হাজার ৩৩৪। তবে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার বেড়েছে। আগের দিন সংক্রমণের হার ২১ শতাংশ ছাড়ালেও গত ২৪ ঘণ্টায় এটি ছাড়িয়েছে ২২ শতাংশের ঘর। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৫৪টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৯ হাজার ৮৪৪টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ২৬২টি। তবে আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৬৫৩টি। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় ৮ হাজার ৩৯১টি কম হয়েছে। গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে ৪ হাজার ৩৩৪টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলো। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২২ দশমিক ৫০ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সবশেষ গত ১৬ এপ্রিল দেশে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৩৬ শতাংশ। সে হিসাবে ওই নের পর থেকে গতকাল পর্যন্ত ৮৭১ দিনে গত ২৪ ঘণ্টাতেই সংক্রমণের হার সর্বোচ্চ।
You cannot copy content of this page
Leave a Reply