ঢাকা অফিস ॥ সংক্রমণ ও মৃত্যু কমে গেছে। তাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তুলে দেয়া হয়েছে করোনার বিধিনিষেধ। আতশবাজি পুড়িয়ে বিষয়টি উদযাপন করছেন নিউ ইয়র্কবাসী। অনেক দিন পর বিধিনিষেধ থেকে মুক্ত হলো নিউ ইয়র্কবাসী। সেখানে করোনার সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ায় খুলে দেয়া হয়েছে সব। আর টিকার অন্তত এক ডোজ নিয়েছেন ৭০ শতাংশ মানুষ। আতশবাজি আলোয় উদযাপন করছেন নিউ ইয়র্কবাসী। বুধবার বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াতেও। যুক্তরাষ্ট্রে ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকেই করোনার অস্তিত্ব ছিল বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২৪ হাজার জনের রক্ত পরীক্ষা করে নয়জনের শরীরে সার্স-সিওভি-টু ভাইরাসের অ্যান্টিবডি পেয়েছেন দ্যা ন্যাশনাল ইন্সটিটিউস অব হেলথের গবেষকরা। অন্যদিকে, ভারতে মৃত্যু ও সংক্রমণ কমে যাওয়ায় পর্যটকদের জন্য আবারও খুলে দেয়া হয়েছে তাজমহল। একসঙ্গে প্রবেশ করতে পারবেন মাত্র সাড়ে ৬শ পর্যটক। প্রবেশের টিকিট বিক্রি হবে অনলাইনে ও ফোনে। টিকা নিতে উৎসাহ দিতে, ১৮ বছরের উর্ধ্বে সবাই নিবন্ধন ছাড়াই সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। কুম্ভ মেলায় করোনা পরীক্ষার দায়িত্বে থাকা বেসরকারি একটি সংগঠনের বড়সড় দুর্নীতির খবর প্রকাশ পেয়েছে এবার। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সাধু, পুণ্যার্থী ও পুণ্য স্নানে অংশগ্রহণকারী এক লাখের বেশি মানুষকে ভুয়া করোনা নেগেটিভ রিপোর্ট দেয় ওই সংস্থাটি। ভারতে এবার করোনার নতুন আরেক ধরন শনাক্ত হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট মিউটেশনের মাধ্যমে নতুন তৈরি হয়েছে করোনার নতুন এই ধরন। এর নাম দেয়া হয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। চলতি বছরের মার্চ থেকে অধিক সংক্রামক এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে।
You cannot copy content of this page
Leave a Reply