কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে গরীব ও বিপদগ্রস্ত কৃষকদের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। লকডাউনে শ্রমিক সংকট ও আর্থিক অনটনের কারনে ধান কাটতে না পারায় গতকাল বুধবার সকালে কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের ৩ কৃষকের ১ একর জমির ধান উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারন সম্পাদক ওয়াসিম আকরামের নেতৃত্বে কাটা হয়েছে। শিলাইদহের কসবা গ্রামের কৃষক মুঞ্জিল, আব্বাস ও মুক্তার আবেগে আপ¬ূত হয়ে বলেন লক ডাউনে শ্রমিক সংকট ও আর্থিক অনটনের কারনে ধান পেকে গেলেও কাটতে পারছিলেন না। আকাশের অবস্থাও ভালো নয় ঝড়সহ যেকোন মুহুর্তে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সংকটময় মুহুর্তে ছাত্রলীগের ছেলেরা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এতে তারা খুব খুশি। ছাত্রলীগ নেতা ওয়াশিম আকরাম বলেন আমাদের আর্থিকভাবে সহায়তা করার সংগতি তেমন না থাকলেও গায়ে খেটে এলাকার মানুষকে ভালো রাখার চেষ্টা করবো এবং দরিদ্র কৃষক যারা আছেন পর্যায়ক্রমে সবার ধান কেটে দেয়া হবে। জানা গেছে জেলা ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসাবে কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মান্নান খানের নির্দেশনায় এসময় কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসান হাবীব, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জুয়েল জোয়ার্দ্দার, সদস্য সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলফাজ উদ্দীন, আলিম হোসেন, শিলন হোসেন, পরান হোসেন, নয়ন হোসেন, আরাফাত হোসেন, ইউনুস আলী, আকাশ হোসেন, কাওসার হোসেন, মিথুন, শামীম, সাগর সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply