ঢাকা অফিস ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনা মহামারিতে মানুষের মধ্যে অন্তর্নিহিত শক্তির উৎস হিসেবে কাজ করেছে যোগব্যায়াম। বিশ্বাস জুগিয়েছে, আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। সপ্তম আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গতকাল সোমবার একথা বলেন মোদি। খবর আনন্দবাজার পত্রিকার তিনি বলেন, দুর্বলতাকে শক্তিতে, নেতিবাচকতাকে ইতিবাচকতায় পরিণত করতে সাহায্য করেছে যোগব্যায়াম। সকালে গেরুয়া কুর্তি পরে এক অনুষ্ঠানে উপস্থিত হন মোদি। সেখানে তিনি বলেন, যখন করোনাভাইরাস ছড়ায় তখন কোনো দেশই তৈরি ছিল না। সেই সময় অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটিয়েছে যোগব্যায়াম। মানুষকে বিশ্বাস তৈরি করেছে তারাও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম। প্রথম সারির যোদ্ধারা আমাকে বলেছে, যোগব্যায়াম করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার হিসেবে কাজ করেছে। করোনা মোকাবিলায় যোগব্যায়ামকে ‘অস্ত্র’ বলার পাশাপাশি ভারতীয় সংস্কৃতির সঙ্গে যোগের সম্পর্কের কথাটিও এ দিন মনে করিয়েছেন মোদি। মহামারির সময়ে যোগব্যায়াম নিয়ে মানুষের উৎসাহ বেড়েছে বলেও দাবি করেছেন তিনি। তিনি বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই যোগব্যায়াম দিবস আদি পরম্পরা নয়। অনেকে এটাকে অবহেলা করেছেন, ভুলে গিয়েছেন। কিন্তু এই কঠিন সময়ে যোগব্যায়াম নিয়ে মানুষের উৎসাহ এবং ভালবাসা বেড়েছে।
You cannot copy content of this page
Leave a Reply