ঢাকা অফিস ॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ১৩ হাজার ৫৪৮ জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২২ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একদিনে করোনায় মৃত্যুর এই সংখ্যা গত দেড় মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত ২৯ এপ্রিল একদিনে ৮৮ জন করোনায় মারা গিয়েছিলেন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে ২১, রাজশাহীতে ১২, চট্টগ্রামে ৯, ময়মনসিংহে ৪, সিলেটে ২, বরিশালে ১ এবং রংপুর বিভাগে একজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
You cannot copy content of this page
Leave a Reply