দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন অবস্থায় এবং আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করার পর করোনা আক্রান্ত এসব রোগীর মৃত্যু হয়। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন রয়েছে ১৭জন। এ পর্যন্ত দৌলতপুরে করোনা আক্রান্ত হয়েছেন ১০০৫জন এবং মৃত্যু হয়েছে ২৭জনের। করোনা আক্রান্তের হার ৩৩ শতাংশ। বর্তমানে ৪৭৮জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়েছেন ৪৮৪জন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে গ্রামের মানুষের সচেতনতার অভাব ও করোনা স্বাস্থ্য বিধি না মানার কারনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে। করোনা সংক্রমন রোধে প্রয়োজন সকলকে স্বাস্থ্য সচেতন হওয়া ও করোনা স্বাস্থ্য বিধি মেনে চলা। তা’হলে করোনা সংক্রমন বৃদ্ধির হার হ্রাস পাবে বলে মনে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
You cannot copy content of this page
Leave a Reply