ঢাকা অফিস ॥ করোনায় বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে আরও আট হাজার ৫৫২ জনের। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ৩৯ লাখ ২৪ হাজার ৪শ ২১ জন। নতুন চার লাখ এক হাজার ৪৩২ জনসহ মোট শনাক্ত ১৮ কোটি ১১ লাখ ৬২ হাজারের বেশি। ভারতে শুক্রবার এক হাজার ৩শ ২৯ জনের মৃত্যু হয়। একদিনে শনাক্ত হয়েছে সাড়ে ৫১ হাজারের বেশি। ব্রাজিলে একদিনে এক হাজার ৯শ ৯০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এপর্যন্ত করোনায় মারা গেছে ৫ লাখ ১১ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ৭৯ হাজার। এদিকে রাশিয়া আবারও বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যু। একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৬শ একজনের। পাঁচমাস পর দেশটিতে একদিনে ছয়শ’জনের মৃত্যু হলো। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে ২০ হাজার একশ ৮২ জন। এরআগে গত ২৩শে জানুয়ারি দেশটিতে ২০ হাজারের বেশি শনাক্ত হয়। এদিকে ইন্দোনেশিয়ায় সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে পড়েছে বাড়তি চাপ।
You cannot copy content of this page
Leave a Reply