কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম ২০ জুন কঠোর বিধি-নিষেধ (লকডাউন) আরোপ করেছেন। ২০ জুন দিবাগত রাত ১২: ০১ মিনিট থেকে ২৭ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত কঠোর বিধি-নিষেধের শর্তবলী সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কঠোর বিধি-নিষেধের শর্তে উল্লেখ করা হয়েছে, সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শপিংমল, দোকান, রেষ্টুরেন্ট ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় (মুদি) দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। উপজেলার সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে আন্ত:জেলা ও দুরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এ ছাড়াও ইজিবাইক/ থ্রি হুইলারসহ সকল যান্ত্রিক যানবাহন বিধি-নিষেধ আরোপকালীন সময়ে বন্ধ থাকবে। বিধি নিষেধ আরোপকালীন সময়ে সকল ধরণের হাট ও পশুহাট বন্ধ থাকবে। অতি জরুরী প্রয়োজন ব্যতীত কোনভাবেই বাড়ির বাহিরে বের হওয়া যাবে না। জরুরী প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। আইন-শৃংখলা এবং জরুরী পরিসেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম, (প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়া) বিদ্যুৎ, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস জরুরী পরিসেবা আওতাভুক্ত হবে এবং তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বর্হিভুত থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ/সরকার কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনাসমূহও এ বিধি-নিষেধের অন্তর্ভুক্ত থাকবে। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ২০ জুন দুপুর সাড়ে ১২টায় কুমারখালী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়্যাল সভায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ আরোপের প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুনসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। একইদিন বিকালে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন বলেন, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের ঝু^ঁকি বেড়ে গেছে। এ জন্য বর্তমান পরিস্থিতিতে কঠোর বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করা খুবই জরুরী।
You cannot copy content of this page
Leave a Reply