নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ মে বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খাইরুল আলম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জিপি এ্যাডঃ আ স ম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জায়েদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ্যামল কুমার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি বলেন- করোনা ভাইরাস মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলকে আরোবেশি সচেতন হতে হবে। তিনি বলেন, করোনাভাইরাস বর্তমানে পৃথিবীর সবচেয়ে আলোচিত ও উদ্বেগের বিষয়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে চলেছে। যা আমাদের জন্য হুমকিস্বরূপ। এই ভাইরাসের প্রভাব সর্বস্তরে পড়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে মাস্ক পরতে হবে। ভাইরাস প্রতিরোধে সচেতন ও সতর্ক হওয়া জরুরি। তিনি আরো বলেন, অনেকেই অহেতুক বাজারে ঘোরাঘুরি করছে, যা কোনোভাবেই কাম্য নয়। এসবই ডেকে আনতে পারে সমাজ, পরিবার বা ব্যক্তি জীবনে এক চরম বিপর্যয়। তাই জনসাধারণকে আরো সচেতন করতে হবে। আর এ জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সকলকে সম্মিলিতভাবে করোনা মোকাবেলায় কাজ করতে হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply