হাবিবুর রহমান ॥ কুষ্টিয়ার মিরপুরে কোভিড-১৯ মোকাবেলায় দুঃস্থদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি চালকলে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আলো সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। এসময় তিনি বলেন, আমাদের দেশে কোভিড-১৯ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত ও এ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাই এ ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। তিনি এ ভাইরাস মোকাবেলায় জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজের এবং নিজের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার ও যেখানে সেখানে থুথু ফেলা থেকে বিরত থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজেরা যেমন কোভিড-১৯ থেকে মুক্ত থাকবো, তেমনি নিরাপদ রাখতে পারবো আশেপাশের মানুষগুলোকে আর আমাদের প্রিয় বাংলাদেশকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন, পৌর কাউন্সিলর সাইফুল গণি প্যারিন, একশন এইড বাংলাদেশ’র ইন্সপাইরেটর অধরা দাস, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ। পরে অতিথিবৃন্দ ১৪০ পরিবারকে এক মাসের খাদ্য ও সুরক্ষা সামগ্রী প্রদান করেন। যার মধ্যে ২৫ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি চিড়া, ৩ কেজি মসুর ডাল, ৪ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ৪ লিটার সয়াবিন তেল, ৩টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৮ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১ প্যাকেট সার্জিক্যাল মাস্ক ও ৩টি ব্যাগ রয়েছে।