কুষ্টিয়ায় করোনার অব্যাহত প্রার্দূভাবের প্রেক্ষাপটে চলমান স্বাস্থ্য সেবা আরো নির্বিঘœ করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচ। এই ব্যাচের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় করোনা চিকিৎসায় অত্যাবশ্যকীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্মকর্তাদের কাছে ঔষধ সামগ্রী হস্তান্তর করা হয়। ১৯৮৩ ব্যাচের পক্ষে ঔষধ সামগ্রী হস্তান্তর করেন মোঃ আলফাজ উদ্দীন শেখ তুহিন, উপ-পরিচালক, মৎস্য, ঝিনাইদহ, এ কে এম সামসুল হক, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারী কলেজ ও মোঃ শোভন বিশিষ্ট ব্যবসায়ী। এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল মোমেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার, ডাঃ আশরাফুল হক দারা সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসগণ। কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীরা বলেন করোনার শুরু থেকে গরীব ও অসহায় মানুষের কল্যানে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। করোনাকালীন এ সেবা অব্যাহত থাকবে বলে তারা জানান। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply