আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া পল¬ী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার হালদার, কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এরশাদ আলী, মুক্তার আলী, এনামুল হক, রাজু আহম্মেদ, রফিকুল ইসলাম, সানাউল¬াহ, আম্বিয়া খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, সদরপুর ইউপি সদস্য আসমত আলী, সাবেক সদস্য জহুরুল ইসলাম, কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহান আলী, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, দারুল হুদা, জিয়াউল হক, শফিকুল ইসলাম, আজিজুল হক, আব্দুল কাদের, মোমিন উল¬াহ, নাসরিন আক্তার, আঞ্জুরা খাতুন প্রমুখ।
Leave a Reply