ক্রীড়া প্রতিবেদক ॥ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাকি তিনটি ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতার এয়ারলাইন্সে করে শুক্রবার সকালে ২৩ ফুটবলারসহ ৩২ সদস্যের বাংলাদেশ দল রওনা দেয় কাতারের উদ্দেশ। কাতারের স্থানীয় সময় ১টা ১০ মিনিটে দোহায় দলের পৌঁছানোর কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের ‘ই’ গ্র“পে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট তারা পেয়েছিল কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।
You cannot copy content of this page
Leave a Reply