ঢাকা অফিস ॥ কানাডার একটি আদিবাসী আবাসিক স্কুলে ৭১৫টি চিহ্ন না থাকা কবরের সন্ধান মিলেছে। কানাডার সাসকাচেওয়ান প্রদেশের পুরনো একটি আদিবাসী আবাসিক স্কুলে ৭৫১টি কোনও চিহ্ন না থাকা কবরের সন্ধান পাওয়া গেছে। একটি আদিবাসী গ্রুপ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। এর আগে বুধবার গ্র“পটি অসংখ্য কবর পাওয়ার কথা জানায়। যেখানে এসব কবর পাওয়া গেছে সেখানে মেরিয়েভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল ছিলো। ১৮৯৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত স্কুলটি চালু ছিলো। গত মাসে কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকায় একটি পুরনো আবাসিক স্কুলের ভবন থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়। ওই স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে আদিবাসী শিশুদের সভ্য করে তোলার নামে পরিচালিত হতো ১৩০টিরও বেশি আবাসিক স্কুল। কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ এসব স্কুল পরিচালনা করতো। এসব স্কুলে শিশুদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ছিলো। ধারণা করা হয়ে থাকে এসব স্কুলে থাকার সময়ে প্রায় ছয় হাজার শিশুর মৃত্যু হয়।
You cannot copy content of this page
Leave a Reply