1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কারাগারে মৃত্যুর ঘটনা একের পর এক ঘটেই চলেছে – ফখরুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

ঢাকা অফিস ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে আটক থাকা অবস্থায় চিকিৎসাধীন খেলাফত মজলিসের নেতা মওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুর ঘটনা একের পর এক ঘটেই চলেছে। বিশেষ করে বিরোধী ভিন্ন মতের মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। এর দায় অবশ্যই সরকারকেই নিতে হবে। এ ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর এবং মানবাধিকারের চরম লংঘন। এর আগেও বিএনপির প্রাক্তন সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু, লেখক মোস্তাক আহমেদসহ অসংখ্য ভিন্নমতালম্বী মানুষ কারাগারে আটক থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের ভয়ানক ঘটনা ঘটতে থাকলেও সরকারের তরফ থেকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কোন তদন্ত বা সন্তোষজনক কোন বক্তব্য নেই। বিবৃতিতে তিনি মওলানা ইকবাল হোসেনের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com