ফজলুল হক ॥ রাজবাড়ী জেলাধীন কালোখালিতে ২৫ মার্চ দিবাগত রাতে উপজেলার স্টেশন বাজার আল্লাহর দান ফলভান্ডার প্রোঃ মোঃ হৃদয় মন্ডল, ও মোঃ ছালাম মন্ডল এর দোকান চুরি হয়েছে। ঘটনার বিবরনে ঐ দোকানের প্রোঃ মোঃ হৃদয় মন্ডল এপ্রতিনিধিকে জানায় প্রতিদিনের ন্যায় দোকানে ফল বিক্রি করে শুক্রবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে চলে আসি। পাশের দোকান মোঃ মসলেম উদ্দিন প্রায় রাত ১ টা পর্যন্ত তার দোকান খোলা রাখছিল সে চলে আসার পর ধারনা করা হচ্ছে ২৫ তারিখ গভীর রাতে দোকানের পিছন দিক দিয়ে টিনের ব্যাড়া কেটে চোর ঘরে প্রবেচ করে ড্রয়ার ভেঙ্গে তাতে রাখা নগদ ২৩ হাজার টাকা ও ৩২ শত টাকা দামের দুই কাটুন খেজুর চুরি করে নিয়ে যায়। সকালে দোকান খুলে এদৃশ্য দেখতে পেয়ে দোকান মালিক আশ পাশের সকলকে বলে খবর শুনে বাজারের সভাপতি মোঃ উরমান মন্ডল ঘটনাস্থলে এসে দেখ দুঃখ প্রকাশ করেন।
You cannot copy content of this page
Leave a Reply