কালুখালী প্রতিনিধি ॥ রাজবাড়ীর কালুখালীতে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাজিব হোসেন মুরাদ (৩২) এর অকাল মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ২৪ জুন অসুস্থ্য অনুভব করলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অবশেষে ২৬ জুন রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। পরে ঐ দিন রাতেই তার মরদেহ রতনদিয়া ইউনিয়নের টেংড়াপাড় গ্রামে নিয়ে আসা হয়। গতকাল ২৭ জুন সকাল ১১টায় আশরাফুল উলুম কওমী মাদরাসা ও কেন্দ্রীয় গোরস্থানে জানাযা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়। তিনি রতনদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুক্তার হোসেনের বড় ছেলে। মরহুম তার অগোচরে স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে কালুখালী সুশীল সমাজ গভীর সমবেদান প্রকাশ করেছেন।
You cannot copy content of this page
Leave a Reply