কালুখালী প্রতিনিধি ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের একটি পুরাতন ভবনসহ জমি কিনে বিপাকে পরেছে এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম আমজাদ সরদার। সে কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের তছির সরদারের পুত্র। জানাযায়, একসপ্তাহ আগে সে রতনদিয়া বাজারের সুমন কুন্ডুর নিকট থেকে রতনদিয়া মৌজার বিএস ১৬২৫ ও ১৬২৬ নং দাগের ৩.২৩ শতাংশ জমি, পুরাতন বিল্ডিং ও টিনের ঘর ক্রয় করে। বিক্রয়ের পর সুমন ওই জমি তার নামে রেজিষ্ট্রেশন করে দখল বুঝে দেয়। এরপর বাড়ীতে মালামাল ও আসবাবপত্র তুলে বসবাস শুরু করে আমজাদ সরদার। কিন্তু পরদিনই তাতে বাধা হয়ে দাড়ায় ইদ্রিস, সিদ্দিক, শরিফ ও আলতাপ দড়ি। তারা জমিটির জাল দলিল দেখিয়ে তাদের নিজেদের দাবী করে। আমজাদ সরদার জানায় শনিবার রাত ১২ টার পর ইদ্রিস, সিদ্দিক, শরিফ ও আলতাপ দড়ি ওই বাড়ীতে লুটপাট করে স্বর্নালংকারসহ ২লক্ষ ২২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া তার স্বাক্ষরকৃত পূবালী ব্যাংকের ৩ লক্ষ টাকার চেক নিয়ে যায়। তিনি পরদিন সকালে বিষয়টি কালুখালী থানা পুলিশকে জানালে পুলিশ কিছু মালামাল উদ্ধার করে। তবে চেক ও স্বর্নালংকার উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে আমজাদ সরদার বাদী হয়ে রাজবাড়ী ২নং আমলী আদালতে মামলা দায়ের করেছে। মামলা নং সিআর ২৩৯/২২।
Leave a Reply