ফজলুল হক ॥ রাজবাড়ী জেলাধীন কালুখালীতে গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস, কালুখালীর আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে পাটের বীজ এবং উফশী আউশ ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এ বীজ সার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, উপজেলা কৃষি অফিসার পুর্নিমা হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিক, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও উপকার ভোগী কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ কর্মসূচির আওতায় উপজেলা ৩২০০ শত কৃষক কৃষাণীর মাঝে প্রত্যেক কে ১ কেজি করে পাট বীজ ও ৬৫০ জনের মধ্যে জন প্রতি ৫ কেজি উফশী আউশ বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন উপযুক্ত সময় এ বীজ ভপনের উদ্দেশ্য উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস কর্তৃক দ্রুত ব্যবস্হা নেওয়া হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply