কালুখালী প্রতিনিধি ॥ রাজবাড়ীর কালুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শণী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকালে মোহনপুর কে.বি একাডেমীর মাঠ প্রাঙ্গণে ৫০টি স্টলে উপজেলার বিভিন্ন খামারির অংশগ্রহণ করে। এসময় তাদের উৎপাদিত প্রাণী সম্পদ ও খামারজাত পণ্য প্রদর্শন করে। সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আবু হেনা মোঃ আসিফ এর সঞ্চালণায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ প্রদীপ কুমার সরকার এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল প্রদর্শন করেন। পরে অংশগ্রহণকারী ৫০টি স্টলের মধ্যে দুদ্ধখামারী মোঃ রুবেল মন্ডলকে প্রথম, ডেইরি প্রোডাক্ট উৎপাদনকারী মোঃ নিয়ামুল ইসলাম দ্বিতীয় ও ছাগল খামারী মোছাঃ হালিমা বেগম তৃতীয় স্থান অর্জন করে ১০ হাজার করে টাকা পুরস্কার ও সার্টিফিকেট অর্জন করে।