ফজলুল হক ॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতি-২০২২ নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মৃগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। গতকাল সোমবার বিকালে রতনদিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচনের অস্থায়ী কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা কমিটির নিকট থেকে তিনি ফর্ম সংগ্রহ করেন। এসময় করকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসতিয়াক আহম্মেদ, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক ও সিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানান আগামী ২৭ মে মনোনয়ন জমাদানের শেষ দিন এবং নির্বাচন ১৭ জুন অনুষ্ঠিত হবে। এবছরে ভোটারের সংখ্যা ৪৪৬ জন।
Leave a Reply