ফজলুল হক ॥ রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বাম গণতান্ত্রিক শ্রেণীর সংগ্রামে রাজপথ কাঁপানো আমৃত্যু সৈনিক সমাজের বৈষম্য মুক্তি আন্দোলনের বিরামহীন যোদ্ধা প্রয়াত কমরেড অসিত বরণ দত্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত। বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কালুখালী উপজেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা সংলগ্ন কাশিনাথপুর সমাধী চত্ত্বরে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এরপর উপজেলা ওয়ার্কাস পার্টির অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম জোয়াদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ শাহাদত হোসেন, উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম শেখ, মোঃ আব্দুল ওহাব মোল্লা, যুব মৈত্রীর সভাপতি নিমাই কুমার রাজবংশী, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইশারত আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য অসিত বরণ দত্ত গত ১৮ মে ১৯৮১ সালে দূষ্কৃতিকারীদের হাতে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি তৎকালীন ইউনাইটেড কমিউনিষ্টলীগের রাজবাড়ী জেলার অন্যতম সদস্য ছিলেন। তিনি সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম করে গেছেন।
You cannot copy content of this page
Leave a Reply