ফজলুল হক ॥ রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১ লা বৈশাখ বাংলা ১৪২৯ বর্ষবরণ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্ততি সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, এছাড়াও সমাজসেবা অফিসার মোঃ জিল¬ুর রহমান শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, যুবউন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় কর্মকর্তাবৃন্দ আগামী ১৪২৯ বাংলা বর্ষবরণ পালনে সকাল ১১ টায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply